COLLEGE OF FINANCE & MANAGEMENT
College Code-1957, EIIN-131047

Savar, Dhaka-1340.

Chairman Massage

বাণী

জ্ঞানার্জনের অন্যতম ক্ষেত্র হচ্ছে শিক্ষাঙ্গন । শিক্ষা যেমন পবিত্র, শিক্ষাঙ্গনও তেমনি পবিত্র । মূলত প্রাতিষ্ঠানিক এবং যুগোপযোগী শিক্ষাদান করাই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য । সেই বৈশিষ্ট্যকে মননে ধারণ করে ২০০৯ সালে “কলেজ অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট” এর যাত্রা শুরু । শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানার্জনই নয়, প্রতিটি শিক্ষার্থীর নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে আমরা বদ্ধপরিকর । আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে । তাদের উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, উন্নয়ন ও সমৃদ্ধি । সেই লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি তাদের সুদৃঢ় চারিত্রিক ও নৈতিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব দিয়ে আসছে ।

শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে । একদল তরুণ, উদ্যমী, পরিশ্রমী এবং দক্ষ শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সফল শিক্ষা কার্যক্রম কলেজটিকে ঈর্ষণীয় সাফল্যের অধিকারী করে তুলেছে । সর্বোপরি এই প্রতিষ্ঠানের আলোকিত সাফল্য এবং শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শেষ করছি ।

                                                                                মোঃ ইসহাক আলী

                                                                                     সভাপতি

                                                                        কলেজ অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট